করোনার দ্বিতীয় ঢেউ
দেশে দ্বিতীয় বার করোনা ভাইরাসের থাবা এসে পড়লো। মানুষ যখন মনে করছে একটু সস্তি পেয়েছে ঠিক তখনই দ্বিতীয় ঢেউ এসে হাজির। প্রতি দিন পরিসংখ্যানটা বেড়েই চলেছে , তার উপর ভোট , কে কার কথা শোনে। ভোটের প্রচার , মিটিং , মিছিল এই সব কিছুতে ঘিতাহূতি দেওয়া । প্রতি দিন সংখ্যার মাত্রা বেড়েই যাচ্ছে, এর মধ্যে মহারাষ্টে প্রায় 36 হাজার নতুন করে আক্রান্ত , সারা দেশে মাত্র 2 দিনে সংখ্যা হলো 52 হাজার, গত 15 দিনে রোগীর সংখ্যা রেকর্ড হারে বেড়েছে । 10 মার্চ ছিল আক্রান্তের সংখ্যা 18379, 25 শে মার্চ সেই সংখ্যা পৌছায় 47439 তে কোন একটি রাজ্যের নয় প্রায় প্রতিটি রাজ্যের চিত্র এই রকম। এই করোনার ব্যপারে আমারা সবাই সতর্ক তো, প্রথম ঢেউ এক বছর ধরে কাটলো। ধীরে ধীরে জীবন ধারা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, মানুষ সব ভুলতে বসেছে,কেউ বলছে করোনা বলে কিছুই নেই সবটাই রাজনীতি, কেউ আবার বলে আমার কিচ্ছু হবে না। এই বেপরোয়া মানসিকতার জন্য দূরত্ব বিধি ঘুচে যাচ্ছে। যার ফলে দ্বিতীয় ঢেউ খুব দ্রুত শক্তি শালী হয়ে ফিরে আসলো। এর থেকে বাঁচতে হলে প্রথম বারের থেকেও আরও বেশি করে কড়া ভাবে প্রশাষণিক বিধি ব্যবস্তা নিতে হবে। নিয়ম বিধি আগে যা যা ছিল তাই আরও কঠিন ভাবে ব্যবস্তা নিতে হবে, অবহেলা করতে পারবে না। আর সরকারকে কো-ভ্যক্সিনের দিকে নজর দিতে হবে। যাতে একটিও লোক ভ্যক্সিন নিতে বাকি না থাকে।