করোনা সম্পর্কে ডা: দেবী শেঠি কি বলেছেন?

ডা: দেবি শেঠি বলেছেন,যদি কারো ফ্লু বা সর্দি থাকে, তাহলে  প্রথমে নিজেকে আইসোলেট রেখে লক্ষণ ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এই অবস্থা সম্পর্কে তিনি উল্লেখ করেন।                                       1.প্রথম দিন শুধু ক্লান্তি আসবে।                                                    2. তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে সঙ্গে  কাশি ও গলার সমস‍্যা দেখা দেবে।                                                                                  3. পঞ্চম দিনে পর্যন্ত মাথাব‍্যথা,পেটের সমস‍্যা দেখা দিতে পারে।                 4. ষষ্ট বা সপ্তম দিনে শরীরে ব‍্যথা বাড়বে এবং মাথা -যন্ত্রনা কমতে থাকবে। তবে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে।                             5. অষ্টম ও নবম দিনে সব লক্ষণ ই চলে যাবে। সর্দি প্রভাব বাড়তে থাকবে। এর অর্থ আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা আশঙ্কার প্রয়োজন নেই। করোনার পরীক্ষার প্রয়োজনীতার নিয়ে দেবী শেঠি বলেন,এমন সময় আপনার করোনা পরীক্ষার প্রয়োজন নেই। কারণ আপনার শরীরে অ‍্যান্টিবডি তৈরি হয়েছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারাপ হয় করোনা হেল্পলাইনে ফোন করে অবশ‍্যই পরীক্ষা করিয়ে নিন।কারণ আমাদের দেশে জনসংখ‍্যা 130 কোটি পরীক্ষা র কিট রয়েছে দে লক্ষের ও কম সেই দিক থেকে বিচার করে তিনি  এই কথা গুলি বলেছেন।

satta king chart