অ‍্যাডিনো ভাইরাস এর হাত থেকে কীভাবে বাঁচবেন।?

uttarbangasambad.com

করোনার হাত থেকে বাঁচলাম, এই ভেবে সবাই যখন একটু শান্তিতে দিন যাপন করছিল, ঠিক তখন অ‍্যাডিনো ভাইরাসের আর্বিভাব। ইতিমধ্যে রাজ‍্যের বিভিন্ন জেলা থেকে শিশুর মৃত্যুর খবর প্রকাশ‍্যে এসেছে। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। তবে বড়দের মধ‍্যেও অল্প-বিস্তর ছড়িয়েছে সংক্রমণ। বিভিন্ন জেলা থেকে শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

এই পরিস্থিতি থেকে শিশুদের সুরিক্ষিত রাখার জন্য নয়া নির্দেশিকা জারি করল রাজ‍্যের স্বাস্থ্য ভবন । স্বাস্থ‍্য ভবনের তরফে বলা হয়েছে , এই সময়ে বিভিন্ন ভাইরাস থেকে শিশুদের গলা ও বুকের সংক্রমণ হয়। বতর্মানে সেই অসুখই বেশি মাত্রায় হচ্ছে। তাই অ‍্যাডিনোভাইরাসের কথা ভেবে জনগণ যেন আতঙ্কিত না হয়। তবে সতর্কতা অবশ‍্যই মেনে চলতে হবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

drishtibhongi.com




এবার আসুন জানা যাক, কীভাবে বুঝবেন অ‍্যাডিনো ভাইরাসে আক্রান্ত কি না। বা লক্ষণগুলো কি? জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া, পেটের সমস‍্যা ইত‍্যাদি। এইসব লক্ষণ থাকলে সাবধান হতে হবে। প্রথমে সাধারণ জ্বর -সর্দি – কাশি আস্তে আস্তে যত দিন যায় মারাত্মক আকার ধারন করে। যে সমস্ত সতর্কতা মেনে চলতে হবে । ১ ) ভির এড়িয়ে চলা, বিশেষ করে শিশুদের । ২ )মাস্ক পরা, পরানো। ৩ ) ভালো করে হাত ধোয়া। ৪ ) বড়দের কশি থাকলে শিশুদের কাছে না যাওয়া। ৫ ) মল থেকে অনেক সময় ভাইরাস ছড়ায়, তাই মলের ডিসপোসাল সঠিক ভাবে করা। ৬ ) এক টানা সর্দি কাশি থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া। ৭ ) বাইরের থেকে এসে জামাকাপড় বদল করতে হবে, হাত, পা ধুয়ে তবেই শিশুর কাছে যেতে হবে । ৮ ) যে সব শিশুর কোন গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টির সমস্যা আছে, তাদের বিশেষ করে সাবধানে রাখতে হবে।

sangbadpratidin.com

অসুস্থ শিশুকে স্কুলে পাঠাবেন না, বারবার গরম পানীয় যাতক জিনিস খাওয়ান। বাসক, তুলসী, আদা, মধু, লবঙ্গ এগুলো ফুটিয়ে হালকা গড়ম অবস্থায় শিশুকে খাওয়ান। এতে উপকার হবে। অযথা ভয় না পেয়ে করোনা বিধি মেনে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart