মীন রাশির শনির সাড়ে সাতি শুরু

aajbangla.in

2022শের 29ত এপ্রিল থেকে মীনরাশির জাতক / জাতিকাদের শনির সাড়ে সাতি শুরু হয়েছে। তবে 12রই জুলাই থেকে 17ই জানুয়ারি 2023 এই সময় টুকু শনির সাড়ে সাতি থাকবে না।এর পর থেকে আবার সাড়ে সাতি শুরু হবে।

সাড়ে সাতি মানেই যে সবটাই খারাপ তা নয়। আপনার জন্ম ছকে সব গ্রহের অবস্থানের উপর সবটাই নির্ভর করে। গুরু বৃহস্পতি আপনার জন্মছকে কেমন আছে, শুভ,না অশভ এই সব কিছু নির্ভর করে।শনি মহারাজ একটি শক্তিশালী গ্রহ।তিনি হলেন সূর্যদেব ওছায়া দেবীর পুত্র। মাতৃ গর্ভে থাকাকালীন সূর্যদেবের তেজে তাঁর গায়ের রঙ পুড়ে যায়।সেই কারনে সূর্যদেব পুত্র হিসাবে পচ্ছন্দ করতেন না। শনিধেব হলেন ন‍্যায় পরায়ণ, ধার্মীক, সৎ।যে ব‍্যক্তি সৎভাবে জীবন যাপন করে, লোভি না, পরো উপকারী, কঠোর প্ররিশ্রমী, শনিমহারাজ তাদেরকে সব সময় রক্ষা করেন। আর এই সবের বিপরীত যারা তাদেরকে তিনি কঠর হাতে দন্ড দেন। এই সাড়ে সাতি এক এক বয়সে এক এক প্রভাব ফেলে। এই সাড়ে সাতি চলার সময় একটা ছত্র ছন্ন ভাব হয়। এই সাড়ে সাতি চন্দ্রের উপর প্রভাব ফেলে। মীনরাশি প্রথম আড়াই বছর শনির সাড়ে সাতি খুব একটা ভালো যাবেনা। আয়ের থেকে ব‍্যায় কিছুটা কমতে পারে কিন্তু অযাচিত ব‍্যায় এসে, বিভ্রান্ত করতে পারে। শত্রু বৃদ্ধি করতে পারে। হঠাৎ কোন ক্রনিক রোগে আক্রান্ত হতে পারেন। কিম্বা হাড় বা এ জাতীয় কোন রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন।তবে সবটাই নির্ভর করে আপনার জন্ম ছকের উপর । আপনার লগ্ন,নক্ষত্র এই সব বিচার্য। প্রতিটি গ্রহের বিচায‍্য।এই সময় ভালো কোন জ‍্যোতিষী পরমর্শ নিয়ে চলাই ভালো। সাড়ে সাতি মানেই খারাপ তা কিন্তু একদম নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart