সম্পর্কের টোটকা
আপনি কি বিবাহিত, কিংবা ভালোবাসার সম্পর্কে জড়িত তা হলে আপনার সম্পর্ক মজবুত রাখতে ,কয়েকটি বিষয়ে আপনার জ্ঞান থাকা একান্ত দরকার। সম্পর্কে ইগোকে কখন ঢুকতে দেবেন না। বর্তমানে মানুষের জীবনে ইগো একটা ছোয়াচে রোগের মতো ছড়াছে। ইগো থেকে বেড়িয়ে আসুন দেখবেন , জীবনে সবাই কতো কাছের হয়ে উঠেছে। সম্পর্কে ভুল বোঝা – বুঝি হতেই পারে তার জের বেশি দিন টানবেন না এতে সম্পর্কে ঘুন ধরে । নিজের ভালোবাসার পাত্র-পাত্রীর কাছে ছোট্ট একটা sorry বল্লে কোন ছোট বড় হয় না, বরং শান্তি বজায় থাকে। এর ফলে উল্টো দিকের মানুষটার কত সহজেই মন জয় করে নেবেন। এবং তার কাছে আপনি শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন। শুধু ছোট্ট একটা sorry, এতে কিন্তু আপনি অপরাধী প্রমাণ হবেন না, দোষের চুল চেরা হিসাব করতে বসবেন না। এতে মন-মালিন্যতা বাড়বে, দুরত্ব বাড়বে। মনকে সব সময় উদার রাখুন, মক্ত রাখুন ,দখবেন শরীর ও মন দুই ভালো থাকবে।