উপলব্ধি
আমি পেয়েছি,মনের ভিতরে, মুক্তা খুজে পেতে। আমি পেরেছি মুক্ত আকাশে, ফানুস উড়িয়ে দিতে। আমার মনের খুশির ছোঁয়া,তোমাকে দিয়েছি ভরে। চোখ বুজে যেই ঘুমিয়ে পরবে, আমার হাতের ছোঁয়ায়। সকালবেলায় আবেশ ভরিয়ে, সারা দিনটা যে কাটাও। রাতের আকাশে অন্ধকারে, ধ্রুব তারা হয়ে পাবে। ভোরের আকাশে শুক তারা বলে, আমাকেই খুজে পাবে। বাতাসে আমি শ্বাস হয়ে যে, তোমার বুকে যে থাকি। স্পর্শে আমায় নাই বা পেলে, অনুভূতিতে তোমার থাকি।