চাইনিজ নব বর্ষ
নব বর্ষ আমাদের কাছে দিনটি একটি নিদিষ্ট দিন হয়ে আছে । তার মধ্যে কোন চিন্তা ভাবনা থাকে না। কিন্তু চাইনিজদের কাছে এই নব বর্ষ দিনটি একটু অন্য ভাবে পালিত হয়। চীনের বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছর শুরু হয় চন্দ্রকে কেন্দ্র করে। আর নব বর্ষরের আয়োজন সব থেকে জাঁকজমক পূর্ণ করা হয় । বিদেশ থেকে সব চীনারা আসে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে। এক সঙ্গে খাবার খওয়া। তার পরে সিংহ, ড্রাগনের নিত্য দেখা , নানা রকম আতোস বাজি পোড়ানো, এই ভাবে উৎসব পালন করা হয়। লাল রঙ চাইনিজদেরকাছে আনন্দ , শান্তি ও সুখের প্রতীক। তাই নব বর্ষে লাল খামে বা সুন্দর লাল প্যকেটে কমলা লেবু উপহার দেওয়া হয়। বছর শুরু হয় একটি চীনা উৎসব দিয়ে এই উৎসবটি চীনাদের কাছে বসন্তকালীন উৎসব বলে পরিচিত। সবটাই নিরর্ভর করে চাঁদের উপর নির্ভর করে। চীনা নব বর্ষে নিদিষ্ট 12টি প্রানীর মধ্যে, একেক বার এক একটি প্রাণীকে নতুন বছরের প্রতীক র্নিধারিত করা হয় । 2021এর প্রতীক হলো ষাঁড়। অনুষ্ঠিত হবে 12 ই ফেব্রুয়ারিতে এবং চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত।