160 কোটি বছরের পুরাতন জল

ভূ-রাসায়নবিদরা বহু দিন ধরে বিশ্বের সব থেকে পুরাতন জলের খোঁজ করছিল । যা থেকে জানা যেতে পারে সৃষ্টির আদি কথা। সেই জল বিশ্লেষন করে জানা যেতে পারে পৃথিবীর আদি ইতিহাসের কথা। টরন্টো ইউনিভার্সিটির (University of Toronto ) আইসোটোপ জিওকেমিস্টির ভূ-রাসায়নবিদরা, কানাডার ওন্টারিওর উত্তর দিকে ঢিনিন্স নামক একটি জায়গায় খাদানে এই পরাতন জলের খোঁজ পায়। বর্তমানে এই জল পরীক্ষাগারে রয়েছে। এবং পরীক্ষা চলছে। কিডস ক্রিকে মাইক্রোবিয়াল জীবের অস্তিত্ব থাকার প্রমাণ দেয় এই জল এই জল পরীক্ষা করে জানাযেতে পারে , কোনো গ্রহে কখনো প্রানের অস্তিত্ব ছিল কি না। মাটির নিচের জীবন সম্পর্কে ওএকাধিক তথ‍্য জানতে পারাযেতে পারে। এই জলের স্বাদ সম্পর্কে জানাগেছে,এই জল খুব নোনতা, এখন এই জল পরীক্ষাগারে আছে।

One thought on “160 কোটি বছরের পুরাতন জল

  • May 6, 2021 at 4:39 pm
    Permalink

    Bah..khub sundor lekha

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart