Covaxin কতটা নিরাপদ
করোনা ভ্যাকসিন তৈরি করার জন্য দৌড় শুরু করেছে 2শো টির ও বেশি প্রতিষ্ঠান। এদের মধ্যে ট্রায়ালে রয়েছে 154 টি ভ্যাকসিন। বিজ্ঞানীদের মতে সারা বিশ্বের মানুষকে কোভিড-19 এর টিকা দেয়া এবং এর মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতিকে ফিরিয়ে আনতে কয়েক মাস কেন কয়েক বছর লাগবে। আর সুরক্ষার ক্ষেত্রে বলা যায়, বিশ্বে প্রায় সর্বত্রই কোন টিকায় সংক্রমণ একেবারেই থাকবে না, এটা 100 ভাগ নিশ্চিত ভাবে বলা যায় না। ভ্যাকসিন সংক্রমণ না, অসুস্থতার তীব্রতার হারকে হ্রাস করে। এই ভ্যাকসিন নিয়ে বেশ কিছু প্রশ্ন মানুষের মনে দেখা দেয়। এইভ্রাকসিন কত দিন পর্যন্ত কাজে সক্ষম থাকবে, দ্বিতীয় করোনা যে বিভিন্ন রূপ নিচ্ছে সেই সব ক্ষেত্রে এই ভ্যাকসিন আদৌ ঠিক মতো কাজ করবে তো?। বর্তমানে Coronavirus নতুন ভাবে আরো বেশি শক্তিশালী হয়ে এসেছে U K তে। কথা হলো করোনার মধ্যে এই পরিবর্তন আসলো কিভাবে। এটা হলো Mutation এর ফলে। এই Mutation জিনিসটা কি। এটা পৃথিবীতে সমস্থ প্রাণী কুলের মধ্যে হয়ে থাকে। Mutation না থাকলে Reproductiona changes হতো না। এই Mutation DNA পরিবর্তন ঘটায়। এই পরিবর্তন দুটি কারণে ঘটে একটি হলো Enviroment এর কারনে আর একটি হলো Ultraviolet.এর ফলে Reproduction পরিবর্তন আসে। এ বার কথা হলো নতুন ভাবে যে ভাইরাস সৃষ্টি হয়েছে সেটার উপর এই Covaxin কতটা কার্যকারিতা হবে সেটাই প্রশ্ন।