শেষের কথা

সে দিনও ছিলো ফুলের গন্ধ, তোমার সঙ্গে প্রথম স্পর্ষ। আজও আছে ফুলের গন্ধ, তোমার সঙ্গে শেষ স্পর্ষ। বিদায় আমায় দিচ্ছো তুমি , ফুলের মালা গলায় দিয়ে। মালা দিয়ে এনে ছিলে, মালা দিয়ে পাঠিয়ে দিলে। মাঝের কথা ছেড়ে দিলাম, শেষের কথা রেখে গেলাম। হয়তো কোন গভীর রাতে , হঠাৎ যখন ঘুম ভাঙ্গবে , ভয় করবে ভাবতে আমায়। অন‍্য দিকে মন টানবে, আমার কথা ভুলতে গিয়ে , পড়বে মনে বেশি করে । আমি তখন সব ভুলে যে, পাড়ি দিচ্ছি অন্য থায় । রেখে যাবো স্মৃতি টুকু , পাড়লে চারোন করো তায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart