ভ‍্যালেনটানের কথাva

14ই ফেব্রুয়ারি যুব সমাজে একটা উন্মাদনা দিন হিসাবে চিন্থিত হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে নানা নামে এক একটি দিন পালন করে 14 তারিখে শেষ হয় ।অনেকেই জানে না এই দিনটিকে ঘিরে যে মর্মান্তিক কাহিনী আছে। 269 খ্রিষ্টাব্দে ইতালির রোমান রাজা ছিলো দ্বিতীয় ক্রাডিয়াস। তিনি ছিলেন অত‍্যান্ত নিঠুর মানুষ। তিনি তার সৈনিক দের মধ্যে একটা সোমিক্ষা চালিয়ে দেখেন। তার সৈনিকদের মধ্যে বিবাহিত দের থেকে অ-বিবাহিত সৈনিকরা বেশি যুদ্ধে পটু। কারণ বিবাহিতদের যুদ্ধ ক্ষেত্র থেকে পরিবারের কথা বেশি ভাবে। তাই ক্রাডিয়াস এক আদেশ জারি করেন সৈন‍্য বাহিনীতে থাকা কালিন কোন সৈনিক বিবাহ করতে পারবে না। সেন্ট ভ‍্যালেনটানস হলেন এক জন রোমের খৃষ্ঠান পাদ্রী ও চিকিৎসক। তিনি এই আইনের বিরুদ্ধে দাঁড়ান এবং গোপনে সৈনিকদের বিবাহ দেন। এই অপরাধে দ্বিতীয় ক্রাডিয়াস তাকে বন্দী করে কারাগারে রাখে বন্দী অবস্থায় কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসা করে দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন এই কারারক্ষীর মেয়ের নাম জুলিয়া। দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পর বাবাকে বললো সে সেন্ট ভ‍্যালেনটানস কে দেখতে চান এবংতার পর জুলিয়া দেখা করতে কারাগারে যান। এবং দেখার পর দু-জন দু-জনকে ভালোবেসে ফেলে। তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। এ কথা রাজা ক্রাডিয়াসের কানে যায় এবং সে সেন্ট ভ‍্যালেনটানের মৃত্যু দিন ধায‍্য করেন 14 ই ফেব্রুয়ারি। এবং মৃত্যুর আগে সেন্ট ভ‍্যালেনটান তার প্রেমিকাকে একটি চিঠি লেখেন, যার উপরে লেখা From your valentines. সেই কথাটিকে স্বরণ করে আজও লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart