করোনার দ্বিতীয় ডোজ দেরি হলে প্রশ্ন।
সম্প্রতি উদ্ধমুখি করোনা সংক্রমণের জন্য টিকার ব্যপক চাহিদা বেড়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের সামনে লম্বা লাইন পড়েছে। সেই অবস্থায় অভিযোগ উঠেছে, দ্ধিতীয় ডোজ কোন বেসরকারী হাসপাতালে দেবেনা।এর ফলে মানুষের মধ্যে একটা উদ্বিগ্নতা তৈরি হয়।যদিও তাঁদের জন্য বেসরকারি হাসপাতাল গুলিতে পর্যপ্ত টিকা দেবে রাজ্যসরকার। ক্লিনিকাল ফার্মোকোলজির বিশেষজ্ঞ চিকিৎসক শান্তনু ত্রিপাঠী জানান,প্রথম ডোজ নেওয়ার পারে কোভ্যক্সিনের ক্ষেত্রে 4-6 সপ্তাহ এবং কোভিরশিল্ডের ক্ষেত্রে 6-8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় সেটি আরো বেশি দিন বলা হয়েছে। কিন্তু দুটি প্রতিষেধকের ক্ষেত্রেই সময় সীমার শেষ দিন কয়েক পরেও যদি ডোজ নেওয়া হয় তাহলে তেমন কিছু ক্ষতি হবে না আর প্রথম ডোজের সুফল চলেও যাবেনা। তবে দেখতে হবে প্রথম ডোজের কত দিন পর দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ শেষ হচ্ছে ,তার থাকে 5-7 দিন বা আরো কিছু দিন পরে তা নিলেও, প্রথম ডোজের সুফল মিলবে।কিন্তু সেটি যদি 10 সপ্তাহ পরে হয়,তাহলে কার্জকারিতা থাকবে কি ন সন্দেহ।তিনি আরো বলেন প্রথম ডোজ নেওয়ার 15 দিন পর থেকে শরীরের অ্যান্টিবডি তৈরি হয়।দ্বিতীয় ডোজ যদি ঐ নির্ধারিত সময়ে মধ্যে নেওয়া হয়,তা হলে তা বুস্টার হিসাবে কাজ করবে ।