বুদ্ধ পূর্ণিমা
বিশ্বের সর্বত্ব আজ মহামারী, প্রতিশোধ প্রতিহিংসা, আতঙ্ক, মহামারীতে মৃত্যুর মিছিল। মানুষ আজ হতাশ অন্ধকারে ডুবে যাচ্ছে। এই সব কিছু মধ্যে আগামী কাল অর্থাৎ বুধবার 26শে মে শান্তির বাণী নিয়ে আসছে গৌতম বুদ্ধ
এ বছর গৌতম বুদ্ধের 2583 তম জন্মবার্ষিকী উদযাপিত হবে।এই দিনটি তাঁর ভক্ত বৃন্দের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ভক্তরা বুদ্ধদেবের মন্দির ফুল ও প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে সাজায়।, বুদ্ধের উপাসনা করে, ভগবান বুদ্ধের অহিংসা ও করুণার বাণী উচ্চারণ করে। দান করে, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে।
হিন্দু শাস্ত্রে লেখা আছে, ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র বলে পালিত হয় না, ইহা হিন্দুদের কাছে ও অত্যান্ত পবিত্র দিন। এই দিনটি আবার বৈশাখী পূর্ণিমা বলেও পরিচিত