মহামারীর প্রভাব
মহামারী লকডাউন এইসব কিছু আমারা দেখছি,এর মধ্য দিয়ে দিন কাটিয়ে চলেছি।আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, তা হলে দেখবো এর প্রভাব কি ভাবে আমাদের অভ্যাস পরিবর্তন করছে। কি ভাবে আমাদের একটু একটু করে হতাশার দিকে নিয়ে যাচ্চে শুধুঅভ্যাসের পরিবর্তন হয়নি, ব্যবহারেরও পরিবর্তন হচ্ছে।
চারিদিকে এতো মৃত্যুর মিছিল দেখে মানুষ হতাশ হয়ে পড়েছে। কল্পনায় এই মিছিলে সে নিজেকে, নিজের পরিজনকে দেখতে পাচ্ছে। সব সময় নিজের শরীরের অসুবিধা গুলি খুজে বেড়াছে, এর ফলে তার রাতের ঘুম চলে যাচ্ছে। সকালে দেড়িতে ঘুম থেকে ওঠার প্রবণতা অনেক গুন বেড়েছে। সবার জীবন যাপনের মধ্যে একটা কর্ম হিন ভাব চলে এসেছে।
নিজেকে খুশি রাখতে মানুষ নেটদুনিয়ায় ডুবে যাচ্ছে, এক সমীক্ষায় দেখা গেছে। সমীক্ষা লাগবে না, আমরা আমাদের চার পাশে একটু তাকালেই দেখতে পাবো।কিন্তু এখন কথা হচ্ছে এই সব কিছু চালাতে গেলে, সবার আগে প্রয়োজন যা তা হলো অর্থ।সেটা যে সবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই মানুষ আজ হতাশ নিজেকে নিয়ে, পরিবারের জন্য, অর্থের জন্য, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য এই সবকিছু হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে একটাই প্রশ্ন, কবে আবার আমারা সবাই জীবনের মূল শ্রোতে ফিরবো ?.
উত্তর আগামী দিনের হাতে ।