কবিতা -আত্মপক্ষ
সময় থেকে একটু আমি,
লুকিয়ে একটু সময় নিলাম।
সেই সময়ে রঙিন খেলায়,
আবির মেখে রঙিন হলাম।
স্বপ্ন ভরা চোখ দুটিতে,
কাজল তাতে পড়িয়ে দিলাম।
আমার রঙে আমি যেন,
মাতো -হারা হয়ে গেলাম।
হাত দুটিকে দু-দিকে ছুড়ে,
বুক ভরে যে বাতাস নিলাম।
খোলা মাঠে একলা আমি,
বাতাসের যে আদর নিলাম।
জ্যোনাকি তার মৃদু আলোয়,
আমায় যেন পথ দেখায়।
মৃদু আলোয় আকাশটা যে,
রুপকথারই গল্প শোনায়।
এইতো আমার নিজের সময়,
নিজের জন্য খুশি হওয়া।
এই খুশি কে মুঠোয় ভরে,
জীবন যুদ্ধে জয়ী হওয়া।